সখীপুরে বলাৎকারকারী ভণ্ডপীরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮ | ২৩০

টাঙ্গাইলের সখিপুর থানার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র তুহিন কে বলাৎকার কারী ভন্ডপীর আ: খালেক কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন পালিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ কাকড়াজান ইউনিয়ন কমান্ডার, মহানন্দপুর বণিক সমিতি, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ ও টাঙ্গাইল জেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন মহানন্দপুর শাখা ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে মহানন্দপুর বাজারের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সালেহীন শান্তা, কাকড়াজান ইউনিয়নের শ্রমিক সভাপতি রুহুল আমিন, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মুস্তফা ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।

বক্তারা এই ন্যাক্কারজনক বলাৎকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভন্ডপীর আ. খালেক কে সঠিক বিচারের আওতায় আনার জোড়ালো দাবি জানান।

উলে­খ্য, গত ১৮ ফেব্র“য়ারি ভন্ডপীর আ. খালেক সখিপুর পৌর এলাকার তার নিজ বাসায় ডেকেনিয়ে বিভিন্ন প্রলভণ দেখিয়ে ৮ম শ্রেনীর ১২ বছরের ছাত্র তুহিন কে নেশা জাতিয় জিনিষ খাইয়ে বলাৎকার করেন ভন্ডপীর আ. খালেক।