ঘাটাইলের ৬ ইউপি নির্বাচনের বড় দুই দলের প্রার্থী চুড়ান্ত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮ | ১২৮৪
টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবগঠিত ৬ইউনিয়নের প্রার্থী চুড়ান্ত করেছে বড় দুই দল ৷
 
আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, সন্ধানপুর ইউনিয়নে নৌকার চুরান্ত প্রার্থী সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেম্বার মোঃ মতিয়ার রহমান সরকার৷ নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া৷ রসূলপুর ইউনিয়নে শহিদুল ইসলাম (শহিদ)৷
 
নবগঠিত লক্ষিন্দর ইউনিয়নে আঃ আজিজ মেম্বার৷ ধলাপাড়া ইউনিয়নে শফিউর রহমান (শফি)৷ নবগঠিত সাগরদিঘী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হেকমত শিকদার ৷
 
অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন, সন্ধানপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম (শহিদ)৷ নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নে বর্তমান সভাপতি মাহবুবুর রহমান খান (পালন) রসূলপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শামছুল আলম ৷
নবগঠিত লক্ষিন্দর ইউনিয়নের আহ্বায়ক মোঃ মোফাজ্জল হোসেন৷
 
ধলাপাড়া ইউনিয়নে এজহারুল ইসলাম ভূইঞা মিঠু ৷ নবগঠিত সাগরদিঘী ইউনিয়নে মামুনুর রশিদ বাদল ভূইয়া৷ উলেক্ষ্য, বৃহত্তর তিন ইউনিয়ন বিভক্ত করে ৬টি ইউনিয়ন গঠিত হয় ৷ ফলে সীমানা নির্ধারন ও ভোটার তালিকার জটিলতা নিয়ে নির্বাচন নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ 
 
নির্বাচন কমিশন সকল ত্রুটি সমাধান করে গত ১৮ফেব্রুয়ারী তফসিল ঘোষনা করে৷ তফসিল অনুযায়ী ১মার্চ মনোনয়ন পত্র দাখিল৷ ৪-৫ মার্চ যাছাই-বাছাই ৷
 
১২মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ৷ ১৩মার্চ প্রতিক বরাদ্দ এবং ২৯মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে৷ এদিকে দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচন পেয়ে খুশি ৬ইউনিয়নের সাধারন ভোটাররা৷ ভোটের দের দাবি যেন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়৷ তাহলে উৎসবমুখর ভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন ৷