টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজ কেন্দ্রে
মাস্টার্স ফাইনাল পরীক্ষায় তিন পরীক্ষার্থী বহিষ্কার
টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অসুদপায় অবল্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কুমুদিনী সরকারি কলেজের পরীক্ষা দপ্তর তথ্য সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হওয়ার পর ৩ টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. ফারুক হোসেন কক্ষ পরিদর্শন করতে গিয়ে অসুদপায় অবলম্বনরত অবস্থায় সরকারি সা’দত কলেজের ইতহাস, ইসলামের ইতিহাস ও দর্শন বিষয়ের তিন পরীক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন এবং তাৎক্ষনিক বহিষ্কার করার নির্দেশ দেন। তদনুযায়ী কর্তব্যরত প্রত্যবেক্ষক এবং পরীক্ষা কমিটি তাদেরকে বহিষ্কার করেন।
বহি®কৃত পরীক্ষার্থীর রোল নম্বরগুলো হচ্ছে ৫০১৯৩১৪, ৫০৩৮৩১৬, ৫০৩১০৪৪।এই বিষয়ে কুমুদিনী সরকারি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া এবং উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান এর বক্তব্য নিতে তাদের অফিস কক্ষে গিয়ে কাউকেই পাওয়া যায় নি।
কলেজ অফিস সূত্রে জানা যায়, তারা কেউ ই তাদের কর্মস্থলে উপস্থিত নাই। বিশেষ সূত্র থেকে জানা যায়, কেন্দ্রের কর্তব্যরত প্রত্যবেক্ষকদের দায়িত্ব পালনের শিথিলতার কারণে দীর্ঘদিন ধরে ওই কেন্দ্রে গণটুকাটুকির অবস্থা বিরাজ করছে।
