জোট নয়, এনসিপি এককভাবে নির্বাচন করবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
জোট নয়, এনসিপি এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা এককভাবে নির্বাচনে অংশ নেব, কোনো জোটে যাচ্ছি না। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্মীয় ফ্যাসিবাদ ও দুর্নীতির রাজনীতি থেকে সরে আসবে, তাদের সঙ্গে ভবিষ্যতে সংলাপের সম্ভাবনা উন্মুক্ত থাকবে।
রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘শাপলা না পেয়ে শাপলাকলি নিতে বাধ্য হচ্ছি। কিন্তু প্রতীক নিয়ে এই টানাপোড়েন গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই, প্রতীক যেন পণ্যের মতো কেনাবেচা না হয়—এটা জনগণের অধিকার।’
নাসীরুদ্দীন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করার যে প্রবণতা চলছে, তা প্রতীক বিতরণ প্রক্রিয়াতেও প্রতিফলিত হয়েছে। আমরা চাই, নির্বাচন কমিশন যেন নমিনেশন বাণিজ্যের প্ল্যাটফর্ম না হয়।’
মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, ‘আমরা শাপলাকলি নেব। তবে শাপলা কেন দেয়া হবে না, সে ব্যাখ্যা আমরা এখনো পাইনি। নির্বাচন কমিশনের আচরণ ‘স্বেচ্ছাচারী’, যা আমাদের কাছে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ বলেই প্রতীয়মান। প্রতীক বাছাই থেকে শুরু করে নিবন্ধন প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারপরও বৃহত্তর স্বার্থে আমরা মাঠে নামছি।’
সুত্র:বণিক বার্তা