টাঙ্গাইলে অনলাইন পণ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:১২ পিএম, সোমবার, ২১ জুন ২০২১ | ৯৫৯

“ক্ষুদ্র শিল্প নয় দিনে দিনে বড় হয়” “মুজিব বর্ষের আহ্বান উদ্যোক্তা গড়বে শিল্প প্রতিষ্ঠান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্যোক্তা পরিবার, বিসিক, টাঙ্গাইলে অনলাইন পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে এ মেলা উদ্বোধন করেন- টাঙ্গাইল বিসিকের মহাব্যবস্থাপক শাহনাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) উই এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি নহরে জান্নাত মিষ্টি, জেলা সহ-প্রতিনিধি শারমিন জিয়া, শামীমা সুলতানা নাসরিন, আফরিন সুলতানা শিল্পী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শামীমা সুলতানা, ফেরদৌস সিথী, আইরিন তালুকদার, আশিকা খান, আবিদা খান, সুমাইয়া রহমান অনু, সুষ্মিতা ভৌমিক, কানিজ ফাতিমা মীম প্রমুখ। সোমবার ২১ জুন থেকে ৩০ জুন বুধবার পর্যন্ত এ মেলা চলবে।

এ পর্যন্ত মেলায় ৭৮ টি স্টল অংশ গ্রহণ করেছেন। মেলায় শেষদিন পর্যন্ত উদ্যোক্তারা স্টল নিতে পারবেন।