ওমরাহ ভিসার মেয়াদ কমাল সৌদি আরব

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | ১২

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এই মেয়াদ ভিসা ইস্যুর তারিখ থেকে গণনা করা হবে।

তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে। এতে কোনো পরিবর্তন করা হয়নি।

গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ অনেক বেশি। চলতি বছরের জুনের শুরুতে ওমরাহ মৌসুম শুরুর পর থেকে বিদেশী যাত্রীদের জন্য ইস্যু করা ওমরাহ ভিসার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মাত্র পাঁচ মাসে বিপুল এ বিদেশী হজযাত্রীর সংখ্যা এরই মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসা সংক্রান্ত নিয়মেও কিছু পরিবর্তন এনেছে মন্ত্রণালয়। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করে নাম নথিভুক্ত না করেন, তাহলে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।

সংশোধিত বিধিগুলো আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, গ্রীষ্ম মৌসুম শেষে মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে। তা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর লক্ষ্য দুই পবিত্র নগরীতে ভিড় ও অতিরিক্ত চাপ কমানো।

সুত্র:বাসস