ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | ১২

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হবে। আমরা এরই মধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে, নির্বাচন কমিশন সে অপেক্ষায় রয়েছে।

গণভোটের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে- সে বিষয়ে সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

প্রবাসীদের ভোট দেয়ার বিষয়ে তিনি বলেন, প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। যারা কয়েদি আসামি রয়েছেন, তারাও যাতে ভোট দিতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

সভায় আরো ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।