টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


টাঙ্গাইলে র্যালি, হেলমেট বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
বুধবার(২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে টাঙ্গাইল বিআরটিএ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল সার্কেল বিআরটিএ’র সহকারী পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমেরী খান, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু প্রমুখ।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা সদর ও আদালত চত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সওজ’র পক্ষ থেকে সড়ক-মহাসড়কে দায়িত্ব পালনকারী পুলিশ ও সাংবাদিকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, অংশীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।