টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন


টাঙ্গাইলে 'একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ রাখবো আগলে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্মশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘের নেতবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।