টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০১:৪২ পিএম, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২০

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্য জাহাঙ্গীর আলম বলেন, টাঙ্গাইলের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি আজকে বৈদেশিক রেমিটেন্স। পশ্চিম টাঙ্গাইলের প্রত্যেকটা ঘর থেকে কমপক্ষে একজন করে তরুন যুবক আজ বিদেশে চাকরি করছেন। প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সেই আজ টাঙ্গাইলে নতুন নতুন বহুতল দালান তৈরি হচ্ছে। পশ্চিম টাঙ্গাইলের প্রায় ঘরে ঘরে সরকারি বেসরকারি চাকরিজীবি রয়েছেন। সে হিসেবে এখানকার অধিকাংশ মানুষ নিয়মিত সরকারি কোষাগারে আয়কর জমা দিয়ে আসছেন। এই পশ্চিম টাঙ্গাইলসহ নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সংখ্যক মানুষকে প্রতিদিন শহরে যাতায়াত করতে হয়। কেউ আসেন গাভীর খাঁটি দুধ বিক্রি করতে। কেউ আসেন কোরবানির গরু ছাগল বিক্রি করতে। কেউ বা আসেন যমুনা ধলেশ্বরী নদীর মাছ বিক্রি করতে। আবার কেউ আসেন বিদেশ যেতে। আবার কাউকে আসতে হয় সুচিকিৎসার জন্য। আমাদের মা-বোনদেরকে সন্তান প্রসব করতেও শহরের হাসপাতালগুলোতে আসতে হয়। 

তিনি আরো বলেন, এই নদীতে বর্ষায় খেয়ার জন্য এক থেকে দেড় ঘণ্টা বসে থাকতে হয়। শুকনো মৌসুমে প্রায় দেড় কিলোমিটার হেঁটে আসতে হয়। এসময় অপেক্ষা করে হাসপাতালে পৌঁছার আগেই অনেক মানুষকে মৃত্যুও হয়েছে। আবার অনেক মা-বোনকে খেয়াঘাটেই সন্তান প্রসব করতে হয়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো স্কুল-কলেজে পৌঁছতে পারেনা। সম্প্রতি আবার বাবা শাহজাহান আলী নিজ বাড়িতে হার্টএটাক করেছিলেন। এই নদী পার হতেই তার দেড় ঘন্টা লেগে যায়। শহরে এনে চিকিৎসা দেয়া হলেও সময়মতো আসতে না পারায় মৃত্যু হয় ।

তিনি বলেন, এই ধলেশ্বরি নদীতে একটি ব্রীজের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। শহরে এসে অনেক দেন-দরবার করেছি। সরকারের কাছে আবেদেন করছি ধলেশ্বরী নদীতে দ্রুত একটি ব্রীজ স্থাপন করার জন্য।