আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক গুলশান থেকে গ্রেফতার


নড়াইল-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার কিছু পর গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কবিরুল হক মুক্তির নামে একাধিক মামলা থাকলেও কোনো মামলায় আজ তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।