এনসিপি'র সদস্য সচিব আক্তারের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। 
 
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সাবেক সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, এনসিপি'র টাঙ্গাইল সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, মির্জাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী মাসুদ, দেলদুয়ার উপজেলা প্রধান সমন্বয়কারী উর্মি আক্তার, কালিহাতী  উপজেলা সমন্বয়কারী রাসেল প্রমুখ। 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র টাঙ্গাইল জেলা শাখা যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
 
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও বিরোধী কণ্ঠকে দমন করতে প্রবাসেও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। হামলাকারীদের গ্রেফতার ও বিচার না হলে আন্দোলন আরও তীব্রতর হবে। তবে সরকার তাঁর সফর সঙ্গীদের প্রটোকল বা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সেটি খুবই নিন্দা সূচক। এর দায় ভার সরকার এড়াতে পারে না। কারণ তাঁরা আওয়ামী গণহত্যাকারীদের যথাযথভাবে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে পারেনি। তাই আজকে এই উদ্বত আচরণ করার সাহস পাচ্ছে।