বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ধনবাড়ীতে লিফলেট বিতরণ


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্রে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দরা।
বুধবার(১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বলিভদ্র ইউনিয়নের পানকাতা, বলিভদ্র, অলিপুর, গনিপুরসহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করা হয়।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি মনিরুজ্জামান মনি, বলিভদ্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন মাষ্টার, ধনবাড়ী উপজেলা যুব দলের আহবায়ক ফেরদৌস ফকির রতন, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম , শহর সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম, ২নং ওয়ার্ড বিষক সম্পাদক ২নংওয়ার্ড বিএনপি’র সভাপতি আ: কদ্দুস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুবদল নেতা রোকন সরকার, খোকন সরকার, বিএনপি নেতা কামরুজ্জামান হাতেম ও রহুল আলীসহ এলাকার সর্ব সাধরণ উপস্থিত ছিলেন।