টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | ৩৮৩
'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে দুদকের  গণশুনানি অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার দিনব্যাপী জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির এ গণশুনানি অনুষ্ঠিত হয় । 
 
এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। 
 
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মুহাম্মদ রেজাউল কবীর, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন,পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। 
 
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত  জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে তুলে ধরছেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরা হয়। জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা দেয়ার জন্য সিদ্ধান্ত হয়।