উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ২০, আহত ১৭১


রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। ভেতরে আর কোনো হতাহত নেই। তবে বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত আমাদের একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে প্রত্যাবর্তন করেছে।
ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। শৃঙ্খলা রক্ষায় ছিল স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সুত্র:বণিক বার্তা