টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন


টাঙ্গাইল রেলস্টেশনের ১ নং প্লাটফর্মের উত্তর পাশে ল্যামপোস্টে বিদ্যুস্পৃষ্টে লিমন সরকার নামে এক যুবকের মৃত্যুর প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে টাঙ্গাইল রেলস্টেশনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, সদর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহীন, লিমন সরকারের বাবা লিটন সরকার, মা শেফালী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ইতিপূর্বে নানা বিষয়ে স্টেশন মাষ্টারসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে এই বিষয়ে তারা কোন কর্ণপাত করেননি। স্টেশন মাস্টার অনিক, সহকারি স্টেশন মাস্টার সবুজ ও নাজমুল, টিসি রাম কিশোর, পোস্টার রায়হান, ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, ইলেকট্রিক্যাল ইনচার্জ ফজলে রাব্বি, পয়েসম্যান খালেকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারনে গত ৭ জুন বিদ্যুৎস্পৃষ্টে লিমন সরকার মৃত্যুবরণ করেন। এ বিষয়ে সঠিক বিচার না পেলে চলন্ত ট্রেন থামানোসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।