এয়ার ইন্ডিয়া ট্র্যাজেডি: ২৪৬ জনের প্রাণহানি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ১৯১
ছবি: এনডিটিভি

ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী ও ১২ জন ফ্লাইট ক্রু ও ৫ জন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম, পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি বিমানবন্দরের কাছে বি জে মেডিকেল কলেজের শিক্ষার্থী হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। ভবনের ওপরের তলায় শিক্ষার্থীদের ডাইনিং স্পেস ছিল। দুর্ঘটনায় সেখানকার অন্তত ৫ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।