মধুপুরে ঔষুধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড!


টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন ঔষুধের ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
সোমবার (১০ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে মধুপুর পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার ৪টি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রদর্শন, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিকের রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ৪টি ফার্মেসির মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে মোট ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইল ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক আহসান হাবীব।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন মধুপুর থানার এসআই আবুল কালাম ও তার সঙ্গীয় ফোর্স।