টাঙ্গাইলে সরকারি শামসুল হক কলেজের বেদখলকৃত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, রোববার, ২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৫১

টাঙ্গাইলের কার্লিহাতীতে সরকারি শামসুল হক কলেজের বেদখলকৃত জমি উদ্ধার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে কলেজের সামনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের প্রভাষক জনাব আরিফুল ইসলাম, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ফিরোজ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দিলশাত জাহান, আইসিটি বিভাগের চেয়ারম্যান আমীর হোসেন, শরীরচর্চা শিক্ষক জনাব মাসুদ ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক  ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন, সরকারি শামসুল হক কলেজের নামে ৭৮ শতাংশ জমি রয়েছেন। কিন্ত এসব জমি বিগত সময়ে কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীরের স্ত্রী মিনা সুলতানা ৪ শতাংশ জমি বেদখল করেছেন এবং সাইমুদ্দিন উদ্দিন ৭৪ শতাংশ জমি দখল করেছে। আমরা এসব জমি দ্রুতই উদ্ধারের দাবি করছি। জমিগুলো উদ্ধার করে ছাত্রী ও ছাত্রদের জন্য হোস্টেল করাও দাবি করেন।