জমকালো আয়োজেন ধনবাড়ীতে তারুণ্যের উৎসব পালিত

হাফিজুর রহমান
প্রকাশিত: ১০:০৭ পিএম, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ | ১৫০

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগানে”তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক তারুণ্যের উৎসব-২৫ উদযাপনে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫, কৃষি মেলা, পিঠা উৎসব সহ নানা আয়োজনে এ উৎসব পালিত হয়েছে।

সোমবার ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, ভাইঘাট উচ্চ বিদ্যালয়,  ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে জমকালোভাবে এ উৎসব পালিত হয়। 

উৎসের উদ্বোধন করেন-ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীকে মদক বিরোধী পপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্ততম কুমার সরকার, ধনবাড়ী উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম ফারুক ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সকলের সচেতনতায় ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল দেখান। পরে বিকেলে গ্রামীন লোকজ সংস্কৃতির হাড়ি ভাঙ্গাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।