অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫ | ৪৬

তিন ঘণ্টা বিলম্বের পর অবশেষে কার্যকর হয়েছে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও হামাস সময়মতো জিম্মিদের তালিকা সরবরাহ না করায় ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করে। খবর বিবিসি।

প্রথম দিন ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ৯৫ জন ফিলিস্তিনি বন্দি।

যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়ার আগে, এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দিদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথম ধাপে যারা মুক্তি পেতে যাচ্ছেন তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে জানিয়েছিলেন যে, হামাস জিম্মিদের নামের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। পরে নাম প্রকাশের মাধ্যমে পূর্ণতা পায় প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির তালিকা।