শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। খবর বিবিসি।
অন্যদিকে চুক্তির বিরোধিতা করে দেশটির কট্টর ডানপন্থী দুই মন্ত্রী ইতামার বিন গিভির ও বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তবে তারা ছয় সপ্তাহ মেয়াদি প্রথম ধাপের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিরোধী দলে যোগ দেবেন না বলেও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশা ব্যক্ত করে বলেন, রোববার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তির মধ্য দিয়ে যুদ্ধবিরতি শুরু হবে।
অন্যদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার প্রথম দিনই গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একই সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা গাজা ভূখণ্ড জুড়ে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।