প্রধান উপদেষ্টার পক্ষ থেকে টাঙ্গাইলে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ


প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং সংলগ্ন বসবাসকারী ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে জেলা প্রশাসক শরীফা হক এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবন্ত্র হিসেবে প্রায় ৩৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ে ডেপুটি নেজারত কালেক্টর মো. আল আমিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১০ হাজার কম্বল বরাদ্দ পেয়েছিলাম। ১২ উপজেলায় ৫শ’ টি করে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বাকি চার হাজার জেলা শহরে বিতরণ করা হচ্ছে।