সরকারি সা'দত কলেজে  

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ৪১১
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা'দত কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি সা'দত কলেজের হল রুমে ওই কলেজের উদ্যোগে এ স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
এতে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া। 
 
স্বাগত বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব এবং ওই কলেজের সহযোগী অধ্যাপক রিপন মিয়া। 
 
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শায়লা ইয়াছমিন সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, ওই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আবু আহম্মেদ শেরশাহ ও ফাহাদুল ইসলাম ফাহাদ প্রমুখ।