জনগণের যদি কোন আনাগ্রহ থাকে আমরা সেটি ক্ষতিয়ে দেখবো ...মাহফুজ আলম
অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের জনগনের গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনিত সরকার। আমরা জনগনের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের স্বপক্ষে আছেন তাদের নিয়েই আমরা সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে।
তিনি বুধবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে আগামী ১৭ নভেম্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করেছি যারা দীর্ঘ লড়াইয়ে আমাদের সাথে এবং পক্ষে ছিলেন তাদের নিয়ে সরকার গঠন করা। আমাদের কাছে অনেকগুলো প্র্যাকটিক্যলিটি ছিলো যার বেশিরভাগি আমরা পুরন করতে পেরেছি। আর জনগনই বিচার করবে তাদের কার্যক্রম দেখে। কিন্তু জনগনের যদি কোন আনাগ্রহ থাকে আমরা সেটি ক্ষতিয়ে দেখবো। তবে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগনের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগনের কোন অসন্তোষ বা অসংকোচ থাকে তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমান হবে যে তারা জনগনের পক্ষেই আছেন।
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।