নাগরপুরে সার ও বীজ বিতরণ
টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
উপ-সহকারি রাজিব কুমার সূত্রধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, এস আই ফিরোজ, এনজিও প্রতিনিধি আ. রউফ, ছাত্র সমন্বয়ক ও উপ-কৃষি কর্মকর্তসহ সুবিধা ভোগী প্রান্তিক কৃষকগণ। ২০২৪-২৫ অর্থবছরে রবি/ ২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীত কালীন পেয়াজ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৮১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।