গোপালপুরে আ. লীগ সভাপতি আ. মোমেন গ্রেফতার
 
												 
																			গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক আলমনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন এবং মাদারজানী গ্রামের আওয়ামীলীগ নেতা লুৎফর রহমানকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। 
বুধবার ভোরে পৌর শহরের কলেজ রোডের তাদের বাসভবন  অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জানা যায়, মধুপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন বাদি হয়ে গত ৪ আগস্ট, দাঙ্গাহাঙ্গামার অভিযোগে অজ্ঞাতনামাসহ আনুমানিক ৪/৫ শত জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। এ মামলায় মধুপুরের ৬ জনকে এর আগে গ্রেফতার করা হয়। এবার গোপালপুর থেকে ২জন গ্রেফতার হলেন। পরে তাদের মধুপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে, টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট আদালতে চালান দেয়া হয়। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় বুধবার বিকালে, আলমনগর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের উদ্যোগে, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। 
 
                         
 
             
            