শ্রী শ্রী জগন্নাথদেবের রথ মহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, রোববার, ৭ জুলাই ২০২৪ | ৬৩২

টাঙ্গাইলে  শ্রী শ্রী জগন্নাথদেবের রথ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শ্রী শ্রী হরিপাগল কালি মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

রথ যাত্রা উদযাপন কমিটির আহবায়ক শ্রী বিশ^নাথ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,পৌর মেয়র সিরাজুল হক আলমগীর,সদও উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন রথ যাত্রা উদযাপন কমিটির যুগ্ম আহবায়কসত্য সেবক দাস। সঞ্চালনা করেন ইসকন কালচার টিমের পরিচালক কলা শ্রেষ্ট কৃষ্ণ দাস।

এছাড়াও বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে শ্রী শ্রী জগন্নাথদেবের রথ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।