টাঙ্গাইলের সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত
বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।
পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলী জমি প্লাবিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে পাট, তিলসহ বিভিন্ন ফসল। অন্যদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে নদী ভাঙন দেখা দিয়েছে।
বুধবার (০৩ জুলাই) টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৩৯ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৩৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ২২ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১০ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।