টাঙ্গাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের (বালক অনুর্ধ্ব -১৭) উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে সদর প্রশাসনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান উষা আক্তার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল।
উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে ৬দিন ব্যাপী এই জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা চলবে। দলগুলি হলো পোড়াবাড়ি, গালা, ছিলিমপুর, মগড়া,ঘারিন্দা, মাহমুদনগর, বাঘিল, হুগড়া,কাকুয়া, দাইন্যা,কাতুলী ও করটিয়া ইউনিয়ন।
উদ্বোধনী খেলায় পোড়াবাড়ি ৫-০ গোলে ঘারিন্দা ইউনিয়নকে পরাজিত করেছে।
গোলদাতা অন্তর ও মনির ২টি কওে এবং অন্য গোলটি করেছেন সিয়াম আহমেদ। দু’দলে যারা খেলেছেন।
পোড়াবাড়ি ইউনিয়নঃ আতিকুর, কামরুল(অধিনায়ক),রাকিব,সাগর, দেবুজিদ, রাকিব-২,প্রত্যয়, মনির, প্রান্ত ও প্রকাশ। ঘারিন্দা ইউনিয়নঃ রিপন, জয়, সিয়াম, রাহাত, অনিক, মাহি, ইমন, জাফর, ইকরাম, সিফাত ও নিলয়।
রেফারীঃ হারুন অর রশীদ, সহকারী রেফারীঃ সৈয়দ মোহাম্মদ বেল্লাল ও মমিরুল ইসলাম।