বাসাইলে বাথরুমের পাশে মিললো নবজাতক শিশু 

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬ পিএম, বুধবার, ৩ জুলাই ২০২৪ | ২৯

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল মধ্য পাড়া গ্রামের প্রবাসী সাত্তার মিয়ার বাড়ির বাথরুমের পাশে মিললো নবজাতক শিশু। বুধবার জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।  

জানা যায়, কাশিল গ্রামের সৌদি প্রবাসী সাত্তার মিয়ার বাড়িতে রাত আনুমানিক ৩ টার দিকে নবজাতক শিশুটিকে ফেলে রেখে চলে যায়। পরে সাত্তার মিয়ার স্ত্রী নিলুফা বেগম কান্নার শব্দ পেয়ে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটিকে উদ্ধার কারী মহিলা নিলুফা বেগম বলেন, রাতে প্রাকৃতির ডাকে সাড়ে দিয়ে যখন টিউবওয়েলের কাছে যাই তখন কান্না শব্দ পাই। এরপর ভয় পেয়ে ঘরের ভিতর ঢুকে আমার সন্তান ও ভাগনী এবং কি আমার ছেলের বউকে ডেকে আনি। পরে পাশেই আমার বড় ভাসুরকে ডাক দিলে আসেন। এরপর লাঠি হাতে নিয়ে লাইট নিয়ে সামনে গেলে দেখি পিঁপড়া সহ পোকা মাকড়ে জড়িয়ে রয়েছে। পরে আমি আমার ওড়না পেঁচিয়ে শিশু টিকে নিয়ে আসি। এরপর শরীরের পোকা মাকর ছাড়িয়ে গোসল করাই। আমি যেহেতু পেয়েছি এখন সরকারের কাছে দাবী করবো যাতে করে আমাকে লালন পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, ‘নবজাতকটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের জেলা কমিটির কাছে পাঠানো হবে। নবজাতকটির চিকিৎসার প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসক মহোদয় নবজাতকটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’