মির্জাপুরে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪০ পিএম, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ | ৩৭১

টাঙ্গাইলের মির্জাপুরে আইডিয়াল মির্জাপুর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন গ্রামে গ্রুপের সদস্যরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আইডিয়াল মির্জাপুরের এ্যাডমিন আজাদ রহমান জানান, দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। গ্রæপের সদস্যদের আর্থিক সহায়তায় এবারের ঈদে উপজেলার বিভিন্ন গ্রামের ১০৭ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, গুড়া দুধ এবং সাবান।