গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা বিতরণ

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, সোমবার, ৪ মার্চ ২০২৪ | ১৯৬

গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা বিতরন করা হয়েছে।

আজ সোমবার বিকালে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের সদস্যদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে দেয়া হয়।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার( অতিরিক্ত দায়িত্ব) ও সহকারি কমিশনার(ভূমি) নাজমুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ওসি তদন্ত মামুন ভূঞা,প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে আরো আর্থিক ও ত্রাণ সামগ্রী বিতরন করা হবে।

উল্লেখ্য, গত রবিবার রাতে অগন্ডিকান্ডে ৬ পরিবারের ১১ টি ঘর, ৪ টি গরু পুড়ে মারা যায়। আহত হয় ২ জন।