নাগরপুরে মাদক বিরোধী মত বিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৩ পিএম, রোববার, ১৪ জানুয়ারী ২০২৪ | ১১৩

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রামবাসীদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ মত বিনিময় সভার আয়োজন করেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ।

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম, ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সোহেল রানা, নাগরপুর প্রেসক্লাবের সদস্য  মো. কবীর হোসেন প্রমুখ।

এসময় ইউপি সদস্য ও গ্রামবাসীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, যারা মাদকের সাথে জড়িত আছেন আপনারা ভালো হয়ে যান। তা না হলে অপনাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন,  মাদককে জিরো টলারেন্স আনা হবে। নাগরপুর হবে মাদক মুক্ত এলাকা।