নাগরপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪০ পিএম, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৬

টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও ঢাকা এ কর্মশালার আয়োজন করেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ শাকিলা পারভীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর  উপজেলা নির্বাচন কর্মকর্তা আরশেদ আলী, দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন ও দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ । এ সময় উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।