টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলার বাদী এশার লাশ উদ্ধার


টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাসকোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা এলাকার তার নিজ বাড়ির তৃতীয় তলা থেকে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়িটি ঘিরে রেখেছে। নিহত মির্জা আফরোজ এশা সাবেক পুলিশ কর্মকর্তা লতিফ মির্জার মেয়ে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন( অপরাধ) জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। এই টিমের পরিদর্শন শেষে লাশ তার ঘর থেকে বের করা হবে।
উল্লেখ্য, গত চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। গোলাম কিবরিয়ার বড়মনির ভাই টাঙ্গাইল -২ আসনের বর্তমান এমপি তানভীর হাসান ছোটমনি।