৩৩ ঘণ্টাপর মিলল মরদেহ

নৌকা থেকে পড়ে আনসার সদস্য নিখোঁজ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:১০ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | ২৫৭

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদী পড়ে নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টাপর আনসার সদস্য সাইফুল ইসলামের (২৭) মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার লৌহজং নদীর পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম (ভূটকু) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আমজাত হোসেন জানান, ১০ সদস্যের একটি ডুবুরি দল চেষ্টা চালিয়ে ৩৩ ঘণ্টা পর সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার রাতে সাইফুল ইসলাম উপজেলার দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপে দায়িত্ব পালন শেষে সকালে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা ১০ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও খোঁজ পেতে ব্যর্থ হয়।