মাভাবিপ্রবিতে একাডেমিক জিনিয়াস এ্যাওয়ার্ড প্রদান

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ পিএম, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | ৩৯৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ( ইঞ্জি. ), বিএসসি ( অনার্স ), বিবিএ, বিএসএস ( অনার্স ),বি ফার্ম পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক জিনিয়াস এ্যাওয়ার্ড (পদক)-২০২৩ প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২তলায় সেমিনার কক্ষে ১৫টি বিভাগের ৭৯ জন শিক্ষার্থীর মাঝে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান ( অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

এসময়  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।