ধনবাড়ীতে অগ্নিকান্ডে পুড়ে গেল গোয়ালসহ গরু!

ধনবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬০

টাঙ্গাইলের ধনবাড়ীতে গরুর ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে এক কৃষকরে গরুর গোয়াল ঘর ও ২ টি গরু পুড়ে মারা গেছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর ) রাত ৯ টার সময় ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকার জামাল উদ্দিনের বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। বাড়ীর মালিক জামাল উদ্দিন জানান, গরুর গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেয়া হয়। সেই কয়েলের আগুন থেকে পুরো ঘরে আগুন লেগে যায়।

আগুন দেখে স্থানীয় এলাকাবাসী এসে পানি দিয়ে আধা ঘন্টা চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে ২ টি তাৎক্ষণিক পুড়ে মারা যায়। আমার সর্বনাশ হয়ে গেছে আমি এখন পথে বসে গেছি। অগ্নিকান্ডে ৪ থেক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমি সরকারী সহযোগীতার দাবী করছি।