নাগরপুরে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১

টাঙ্গাইলের নাগরপুরে গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের সর্বস্তরের জনগণ শুনসী নদীর পশ্চিম পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ইউপি সদস্য মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. ইসমাইল হোসেন। 

রং বেরঙের ১৮টি বাহারী নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।

আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার নারী পুরুষ ও শিশু নদীর দু'পাড়ে উপস্থিত হন। অনেকেই ডিঙি নৌকা ও শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সপরিবারে উপভোগ করেন ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রতিযোগিতায় গয়হাটার আব্দুর রাজ্জাকের ও আলোদিয়ার চাচা-ভাতিজা নৌকা ১ম স্থান অর্জন করে। 

নৌকা বাইচ কমিটির সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, সাবেক চেয়ারম্যান আনোয়ার মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মো. কমল হোসেন প্রমুখ। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।