টাঙ্গাইলে ধলেশ্বরী হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | ২৬৯

বেসরকারি সংস্থা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার ( ২২ আগস্ট ) সকাল থেকে বিকেল পর্যন্ত  ধলেশ্বরী হাসপাতালে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বাদল,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়ন একে এম মনছুর আহমেদ বিপন প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল।

ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের এলাকা থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ৬ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের প্রতিদিন সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

ব্যারিষ্টার হাসনাত জামিল জানান,যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।