নাগরপুরে কৃষি উপকরণ বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | ৭০১

বাঁচলে কৃষক বাচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ৫শত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ব্যাংকের অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় মঙ্গলবার সকালে অগ্নিবীনা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ইমরান হোসাইন শাকিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আর এমএম খালেদুর রহমান প্রামাণিক, এ.এস.এম কামরুল ইসলাম, ঢাকা ব্যাংক টাঙ্গাইল শাখার ইনচার্জ রাকিবুল হাসান, অগ্নিবীনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান মিরন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বানিজ প্রমূখ। এসময় কৃষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।