‘সাইবার নিরাপত্তা আইন’ নামে প্রতিস্থাপিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, সোমবার, ৭ আগস্ট ২০২৩ | ২০৫

‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপন হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’। আজ সোমবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাইবার সিকিউরিটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। 

বৈঠকের পর  মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি পরিবর্তন করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, একইসঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে। আজ মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী।

২০১৮ সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই আইনে ৭ হাজার ১টি মামলা হয়েছে। গত জুনে জাতীয় সংসদে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

সুত্র: বণিক বার্তা