টাঙ্গাইলে সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অব ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | ২৬২

টাঙ্গাইলের কর্মরত ১০ জন সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অব ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগারে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ইন্টার নিউজের সহযোগিতায় সিসিডি বাংলাদেশের এর বাস্তবায়নে এ কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মাসুদুল আলম মাসুদ ও কার্যকরী কমিটির সদস্য শাহাবুদ্দিন মানিক। 

অনুষ্ঠানে গুজব, ফেইক নিউজ ও ভুল তথ্য নিয়ে আলোচনা করেন বিজয় টিভি ও দৈনিক কালবেলার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল। 

এসময় জেলার কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি এডভোকেট জাফর আহমেদ বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন। তিনি সব ধরনের প্রশিক্ষণে সাংবাদিকদের মনযোগী হওয়ার আহবান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন, সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক মামুনুর রহমান মামুন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীম আল মামুন, সাপ্তাহিক মৌবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পলাশ, ঢাকা টাইমস পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রেজাউল করিম, বিডিনিউজের টাঙ্গাইল প্রতিনিধ মোল্লা তোফাজ্জল, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ইমরুল হাসান বাবু, রাইজিং বিডির টাঙ্গাইল প্রতিনিধি আবু কাউছার আহমেদ, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার স্টাফ রিপোর্টার শোভন দাস, বাংলাদেশ কন্ঠ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি জুয়েল রানা ও সংবাদ প্রকাশের টাঙ্গাইল প্রতিনিধি হাসান সিকদার।