বাসাইলে মাছের পোনা অবমুক্তকরণ

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৭ পিএম, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | ২৯৫

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিকদের সমন্বয়ে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফুন্নাহার রিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম,বাসাইল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার,বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে,বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিকবৃন্দ ।

এরপর মৎস্য চাষে প্রশংসনীয় ভূমিকা রাখায় উপজেলার তিনজন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।