সরকারি সা’দত কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০ পিএম, বুধবার, ২১ জুন ২০২৩ | ৪৯৫

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সরকারি সা’দত কলেজের অডিটরিয়াম কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ সুলতানা আহম্মেদ, সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন, সরকারি সা’দত  কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. তাহমিনা আক্তার প্রমুখ। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।