বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, শনিবার, ১৭ জুন ২০২৩ | ১৩৪

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল প্রমুখ।