টাঙ্গাইল সেচ্ছাসেবক লীগ শহর শাখার সভাপতি শিশির ও সাধারণ সম্পাদক নাছির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, শনিবার, ১৭ জুন ২০২৩ | ২৯৬

আওয়ামী সেচ্ছাসেবক লীগ টাঙ্গাইল শহর শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শিশির চন্দ্র দাসকে টাঙ্গাইল সেচ্ছাসেবক লীগ শহর শাখার সভাপতি ও নাজিমুল ইসলাম নাছিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মির্জা আরোয়ার হোসেন বাবলু ও সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ১৪ জুন ২০২৩ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ বছরের জন্য টাঙ্গাইল শহর শাখার নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।