টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস কম্পিটিশন উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস কম্পিটিশন-২০২৩ উদ্ধোধনী অনুষ্ঠান শনিবার ( ১৭ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী. মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটাক ঢাকা এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক টাঙ্গাইল কপোরেট শাখার ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, ইমপ্রেস নিউট্রে চ্যানেল আই গ্রুপের গোড়াই টাঙ্গাইল শাখার এজিএম মোঃ আরিফুল ইসলাম, এনটিসি এর নির্বাহী পরিচালক উজ্জল দত্ত।
এ সময় টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।