সাংবাদিক গোলাম রব্বানী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, শুক্রবার, ১৬ জুন ২০২৩ | ৩৪৮

জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধ কর্মসূচি পালন করা হয়।

গোলাম রব্বানী নাদিম জামালপুর উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম ও ৭১ টিভির জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, একুশে টিভির প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার পেছনে যারাই জড়িত থাকুক, অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা- নির্যাতন ও খুনের বিচার করতে হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম।

পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে ওই রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত নাদিমের পরিবারের সদস্যদের অভিযোগ, জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে খুন করা হয়েছে।